বালিগাঁও আমজাদ আলী কলেজ
বালিগাঁও, টংগিবাড়ী,মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলাধীন বালিগাঁও একটি অবহেলীত জনপদ। এ এলাকায় উচ্চ শিক্ষার জন্য কোন প্রতিষ্ঠান না থাকায় অধিকাংশ ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহনের ইচ্ছা থাকা সত্বেও এস.এস.সি পাশের পর শিক্ষা জীবনের সমাপ্ত করে। তাই এলাকার বীরমুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্ঠায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করার লক্ষ্যে ২০০৩ সালে বালিগাঁও আমজাদ আলী কলেজ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। কলেজের বর্তমান সভাপতি জনাব সাগুফতা ইয়াসমিন এম.পি মাননীয় হুইপ, জাতীয় সংসদ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ধন্যঢ্য ব্যক্তিবর্গের আর্থিক অনুদান, আন্তরিক প্রচেষ্ঠা ও সঠিক দিক নির্দেশনায় কলেজেটি ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হয়। কলেজের ক্রমবর্ধমান উন্নয়ন সরকারের দৃষ্টি গোচর হওয়ায় ২০১০ সালের মে মাসে সরকার কলেজটিকে এম.পি.ও ভুক্ত করে। বর্তমানে কলেজটি এলাকার একমাত্র উচ্চ শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হিসেবে সুনামের সহিত মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫০০ শিক্ষার্থীকে পাঠদান করে আসছে। কলেজের প্রতিষ্ঠাতা জনাব আবুল কালাম মিয়া, কলেজের জমির পরিমান: ১০০.০৭ শতাংশ। |
মোঃ আক্তার হোসেন, পিতা: মৃত- আঃ হাকিম, স্থায়ী ঠিকানা: গ্রাম: কদমতলী, পো: সোনারামপুর, উপজেলা: বাঞ্ছারামপুর, জেলা: ব্রাহ্মণ বাড়ীয়া। বর্তমান ঠিকানা: বালিগাঁও আমজাদ আলী কলেজ, বালিগাঁও, টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ। জন্ম তারিখ: ৩১/১২/১৯৬১, যোগদানের তারিখ: ০১/১২/২০১১। এম.এসসি- ১ম শ্রেণী- ১৯৮৫। ইনডেক্স নং- PR 019431 |
বালিগাঁও আমজাদ আলী কলেজের বর্তমান পরিচালনা কমিটির তথ্য- ২০১৩
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব সাগুফতা ইয়ামিন এম.পি | সভাপতি |
০২ | জনাব আবুল কালাম মিয়অ | প্রতিষ্ঠাতা সদস্য |
০৩ | জনাব আক্তার হোসেন নুরুল | দাতা সদস্য |
০৪ | জনাব হাজী মোঃ দুলাল | শিক্ষানুরাগী (কো-অপ্ট) |
০৫ | জনাব আঃ রশিদ শেখ | অভিভাবক সদস্য |
০৬ | জনাব আঃ লতিফ হালাদার | অভিভাবক সদস্য |
০৭ | জনাব রাজ্জাক মোল্লা | অভিভাবক সদস্য |
০৮ | জনাব সুলতান খান | অভিভাবক সদস্য |
০৯ | জনাব হনুফা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | জনাব হারুন-অর-রশিদ | শিক্ষক প্রতিনিধি |
১১ | জনাব জাহাঙ্গীর হোসেন | শিক্ষক প্রতিনিধি |
১২ | জনাব ছালমা আক্তার | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
১৩ | জনাব আক্তার হোসেন | সদস্য সচিব। |
বালিগাঁও আমজাদ আলী কলেজের বিগত ৫ বছরের এইচ.এস.সি. পরীক্ষার ফলাফলঃ
সাল | বিভাগ | অংশগ্রহণকারী শিক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের হার | মন্তব্য |
২০০৮ | মানবিক | ২৩ | ১৩ | ৫৬.৫২% |
|
ব্যবসায় শিক্ষা | ৬২ | ৫১ | ৮২.২৬% |
| |
২০০৯ | মানবিক | ২৯ | ২২ | ৭৫.৮৬% |
|
ব্যবসায় শিক্ষা | ২৬ | ১৫ | ৫৭.৬৯% |
| |
২০১০ | মানবিক | ২৭ | ১১ | ৪.৭৪% |
|
ব্যবসায় শিক্ষা | ৫৩ | ৩৪ | ৬৪.১৫% |
| |
২০১১ | মানবিক | ২৫ | ২৪ | ৯৬.০০% |
|
ব্যবসায় শিক্ষা | ৫৫ | ৪৬ | ৮৩.৬৩% |
| |
২০১২ | মানবিক | ৩৮ | ১৫ | ৩৯.৪৭% |
|
ব্যবসায় শিক্ষা | ১০৬ | ১০১ | ৯৫.২৮% |
|
প্রতি বছর
অবকাঠামো উন্নয়নসহ ২০১২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্তি ও অত্র প্রতিষ্ঠানের উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখা, স্নাতক ও অনার্স কোর্স চালুকরণ।
বালিগাঁও আমজাদ আলী কলেজ
বালিগাঁও,টংগিবাড়ী, মুন্সীগঞ্জ।
ইমেইল- baligaonamzadalicollege@gmail.com
শিরিন আক্তার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস