শিক্ষা ও সংস্কৃতির অঙ্গনে ঐতিহাসিক বিক্রম পুরের রয়েছে বিস্মৃত ইতিহাস ।বৌদ্ধ ধমের সুপন্ডিত শ্রী জ্ঞান অতীশ দীপংকর, স্যার জগদ্ধীশ চন্দ্র বসু , কথা সাহিত্যিক মানিক বন্দোপ্যাধ্যায়, উপমহাদেশের বিখ্যাত কৌতুক অভিনেতা ভানু বন্দোপ্যাধ্যায়, সরজিনি নাইডু,নোবেল বিজয়ী অমত্য সেন ,সি,আর,দাস,বিনয়,বাদল,দিনেশ,এর মতগুনী জ্ঞানীদের টংগীবাড়ি।টংগীবাড়ী উপজেলার ৭ কিঃমিঃ দক্ষিনে পাঁচগাও ইউনিয়নের পদ্মানদীর তীরস্থ পাঁচগাও গ্রামে বিদ্যালয়টির অবস্থান।
শিক্ষা ও সংস্কৃতির অঙ্গনে ঐতিহাসিক বিক্রম পুরের রয়েছে বিস্মৃত ইতিহাস ।বৌদ্ধ ধমের সুপন্ডিত শ্রী জ্ঞান অতীশ দীপংকর, স্যার জগদ্ধীশ চন্দ্র বসু , কথা সাহিত্যিক মানিক বন্দোপ্যাধ্যায়, উপমহাদেশের বিখ্যাত কৌতুক অভিনেতা ভানু বন্দোপ্যাধ্যায়, সরজিনি নাইডু,নোবেল বিজয়ী অমত্য সেন ,সি,আর,দাস,বিনয়,বাদল,দিনেশ,এর মতগুনী জ্ঞানীদের টংগীবাড়ি।টংগীবাড়ী উপজেলার ৭ কিঃমিঃ দক্ষিনে পাঁচগাও ইউনিয়নের পদ্মানদীর তীরস্থ পাঁচগাও গ্রামে বিদ্যালয়টির অবস্থান।
১৯৯৫ খীঃ পূবে এই ইউনিয়নে কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এলাকার আপামর জন সাধারন শিক্ষা প্রতিষ্ঠানের অভাব অনুভব করিলেও সম্যসা সমাধানে কোন ভূমিকা রাখতে পারছিল না। সেই সময়ে এলাকার সচেতন ও বিদ্যুৎসাহী ব্যাক্তিগন যাদের মধ্যে(জনাব আলী আহাম্মদ শেখ, আমজাদ হোসেন ঢালী,আলহাজ্ব নূরমোহাম্মদ দেওয়ান ,আফজাল হোসেন শেখ,মোঃ মতিউর রহমান শেক প্রমুখ)নাম না বললেই নয় ।এদের ঐকান্তিক প্রচেষ্ঠায় ও তৎকালীন অত্র নিবাচনী এলাকার এম,পি মহোদয়ের উৎসাহে ও সহযোগিতায় ১৯৯৫ খ্রীঃ ২৫জানুয়ারী পাঁচগাও জুনিয়র হাই স্কুল নামে বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয় পাঁচগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে ।পরবতী(১ বৎসর ) সময়ে অথাভাবে বিদ্যালয়টি যখন প্রায় বন্ধ হবার উপক্রম। তখন পাঁচগাও গ্রামের শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব জনাব ওয়াহেদ আলী দেওয়ানসাহেব এর পুত্র জনাব ডি, এম,মুনিরুজ্জামান এক সাধারন সভায় ঘোষণা করেন যে,বিদ্যালয়ের নাম পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান জুনিয়র উচ্চ বিদ্যালয় রাখা হলে সরকারী বিধান অনুযায়ী প্রয়োজনীয় টাকা দিতে প্রস্তত আছেন।ঐ সভাতে সিদ্ধান্ত হয় যে, বিদ্যালয়ের নাম পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান জুনিয়র উচ্চ বিদ্যালয় রাখা হবে।তা ছাড়া বিভিন্ন বিদ্যুৎসাহী ব্যাক্তিগন নগদ অনুদান ও ভূমি দান করেন । অতঃপর ০১ জানুয়ারী ১৯৯৭ হতে পূবানুমতি প্রাপ্ত হয় ।০১ জানুয়ারী ১৯৯৮ খীঃ হতে জুনিয়র স্কুল হিসাবে একাডেমিক স্বীকৃ্তি লাভ করে ।২০০০ খীঃ ১৫ মে হতে জুনিয়র স্কুল হিসাবে এম,পিও ভুক্তি হয় ।০১ জানুয়ারী ২০০০ খীঃ হতে নবম শ্রেনী খোলার অনুমতি লাভ করে ।২০০৩ খ্রীঃ হতে বিদ্যালয় এর নামে ছাত্রছাত্রীরা এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহন করে ।অবশেষে অনেক চরাইউৎরাই পার হয়ে ২০১০ খীঃ পুনাংগ উচ্চ বিদ্যালয় রুপে আত্ম প্রকাশ করে ।তার পর হতে অদ্যাবদী বিদ্যালয়টি সুনামের সহিত শিক্ষার আলো বিলিয়ে চলেছে । পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান জুনিয়র উচ্চ বিদ্যালয় এর প্রথম প্রধান শিক্ষক ছিলেন মরহুম সামসুদ্দিন শেখ। বতমানে পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় এর ( প্রথম) প্রধান শিক্ষক হিসাবে কমরত বাবু রতন চন্দ্র বিশ্বাস ।
ক্রমিক নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা |
১ | ফিরোজ আল মুজাহিদ | সভাপতি | বি,কম(অনাস)এম,কম |
২ | মোহাম্মদ আবুল কাশেম | শিক্ষকপ্রতিনিধি | বি্.এস.সি, বি.এড |
৩ | সুকুমার মন্ডল | শিক্ষকপ্রতিনিধি | বি.এ, বি.এড |
৪ | নাছিমা আক্তার | শিক্ষকপ্রতিনিধি | বি.এ, বি.এড |
৫ | মোঃ শাজাহান শেখ | অভিভাবক সদস্য | পঞ্চম শ্রেণী |
| মোঃ শহিদুল ইসলাম | অভিভাবক সদস্য | এস,এস,সি |
৭ | আঃ রউফ শেখ | অভিভাবক সদস্য | এস,এস,সি |
৮ | মোঃ আলম হাওলাদার | অভিভাবক সদস্য | এস,এস,সি |
৯ | ডি,এম,আসাদুজ্জাম | প্রতিষ্ঠাতা সদস্য | আই,কম |
১০ | আলহাজ্ব নূরমোহাম্মদ দেওয়ান | দাতা সদস্য | এইচ,এস,সি |
১১ | মোঃ আমজাদ হোসেন ঢালী | কো-অপ্ট সদস্য | অষ্টম শ্রেনী |
১২ | রতনচন্দ্রবিশ্বাস | সদস্য সচিব | বি,কম বি.এড |
পরীক্ষার সন | মোট পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০১৩ ইং | ৫৯ জন | ৫৯ জন | ১০০% |
২০১২ ইং | ৫৬ জন | ৫৩জন | 94.64% |
২০১১ ইং | ৬5 জন | 64 জন | 98.46% |
২০১০ ইং | ৪১ জন | ৪১জন | ১০০% |
২০০৯ ইং | 38 জন | ৩৫ জন | ৯২.১১% |
বিভিন্ন জাতীয় দিবসে সংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা ও ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। জেলা ও উপজেলা পর্যায়ে শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় উল্লেখযোগ্য অবস্থান আছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান ও তদারকির মাধ্যমে ১০০ ভাগ সাফল্য নিশ্চিত করা।শিক্ষারগুনগত মান উন্নয়ন ও একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষাার্থীদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা।ছাত্রছাত্রীদের প্রকৃত সৎনাগরিক ও আদশ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।
পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়
ডাকঘরঃপাঁচগাও , উপজেলাঃ টংগীবাড়ী ,জেলাঃ মুন্সীগজ্ঞ।
০১৭১৮৯৬২৫৪৪, ই-মেইল panchgaonawadhs2012@gmail.com
১। ডি,এম শফিকুল ইসলাম ।তিনি Dhaka University তে অধ্যয়নরত।
2। হৃদয় বিশ্বাস ।-।প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় মেধা বৃত্তি প্রাপ্ত ।এস,এস,সি পরীক্ষায় (গোল্ডেন)G.P.A. 5(বোড এর মেধা বৃত্তি প্রাপ্ত ) ও এইচ,এস,সি পরীক্ষায় G.P.A 5প্রাপ্ত ।তিনি Dhaka University তে অধ্যয়নরত।
৩। মোঃ রফিকুল ইসলাম ।তিনি Dhaka University তে অধ্যয়নরত।
৪। মোঃ হাবিবুর রহমান ।এস,এস,সি পরীক্ষায় G.P.A .5 ।তিনি Jagannath University তে অধ্যয়নরত।
৫। মুক্তা আক্তার ।এস,এস,সি পরীক্ষায় G.P.A .5।সহিদা আক্তার।এস,এস,সি পরীক্ষায় G.P.A .5 । ডি,এম সাইফুল ইসলাম ।এস,এস,সি পরীক্ষায় G.P.A .5।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস