প্রতিষ্ঠানটি উপজেলা সদরে অবস্থিত। অত্র প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটিতে ৫টি ভবন রয়েছে। কক্ষ সংখ্যা ২৭টি। বিদ্যালয়ে শৌচাগার সংখ্যা ০৭টি, টিউবওয়েল-২টি, বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব আছে। বিদ্যালয়টি পাকা প্র্রাচীর দ্বারা বেষ্টিত। অত্র বিদ্যালয়ে ভোকেশনাল শাখা রয়েছে।
প্রতিষ্ঠানটি ১৯৬১ সালে স্থাপিত হয়। উপজেলা সদরে অত্র প্রতিষ্ঠানের নিজস্ব সম্মতির পরিমাণ ৩২৮ শতাংশ। প্রতিষ্ঠানটিতে মূল শাখা ব্যতিত ভোকেশনাল শাখা রয়েছে। মূল শাখার প্রথম স্বীকৃতি হয় ০১/০১/১৯৭৬ সালে। মূল্য প্রতিষ্ঠানে ৩টি শাখা রয়েছে ১) বিজ্ঞান ২) মানবিক ৩) ব্যবসায় শিক্ষা। ভোকেশনাল শাখায় তিনটি ট্রেড রয়েছ যথা ১) ড্রেস মেকিং ২) ফুড প্রসেসিং, ৩) জেনারেল ইলেকট্রনিক। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীর সংখ্যা ২৯ জন এবং ছাত্রী সংখ্যা ৮৫৭ জন।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মানিক মিয়া বাচ্চু মাঝি | সভাপতি |
০২ | মোঃ আফজাল হোসেন | শিক্ষক প্রতিনিধি |
০৩ | মোহাম্মদ আসাদুজ্জামান | শিক্ষক প্রতিনিধি |
০৪ | গীতা রানী দেবনাথ | সংরক্ষিত মহিল শিক্ষক প্রতিনিধি |
০৫ | মোঃ আবুল কাশেম | অভিভাবক সদস্য |
০৬ | কৃঞ্চ গোপাল গোপ | অভিভাবক সদস্য |
০৭ | মোঃ মনিরুজ্জামান মনির | অভিভাবক সদস্য |
০৮ | স্বপন মাঝি |
|
০৯ | হোসনে আরা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | মোঃ রাহাত খান | কো-অপ্ট সদস্য |
১১ | আবুল হোসেন শেখ | দাতা সদস্য |
১২ | মোঃ হাবিবুর রহমান | প্রধান শিক্ষক ও সদস্য সচিব |
সন | পাশের হার |
২০১০ | ৯২% |
২০১১ | ৯৫% |
২০১২ | ৯১.৫৩% |
২০১৩ | ৯৫.৭২% |
২০১৪ | ৯৯.১৫% |
সন | ট্যাঃ | সাধারন | মোট |
২০১০ | ৩ | ৩ | ৬ |
২০১১ | ১ | ৩ | ৪ |
২০১২ | ৩ | ৩ | ৬ |
২০১৩ | ৪ | ৩ | ৭ |
২০১৪ | ৪ | - | ৪ |
বিগত ৫ বছরে বিদ্যালয়টি লেখাপড়ার ক্ষেত্রে অনেক দুর এগিয়েছে। গত ৫ বছরের জে.এস.সি বৃত্তি এবংএস.এ.সি পরীক্ষার ফলাফল অত্যান্ত সন্তোষজনক।
আগামী ৫ বছরে মধ্যে এই বিদ্যালয়টিকে লেখাপড়া তথা সকল কর্মকান্ডে আরো অনেক দুর এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে শিক্ষকবৃন্দসহ ম্যানেজিং কমিটি আন্তরিকভাবে কাজ করছে।
প্রধান শিক্ষক
01732257789
১। রোকেয়া রহমান- বর্তমানে বিশিষ্ট চিকিৎক।
২। লাকী রহমান-এমবিবিএস ডাক্তার।
৩। রিতা- বিশিষ্ট চিকিৎক।
৪। লাকি আক্তার, পিএইচডি অধ্যয়রত।
৫। নাদিয়া ইসলাম-এমবিবিএস ডাক্তার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস