কুকরাদী গ্রামের বিদ্যুৎসাহী ব্যাক্তি বাবু শ্রীনিবাস রায় এবং বাবু রামজয় কপালি আরো অনেকের উদ্দোগে পাঁচগাও গ্রামের দক্ষিন প্রান্তে পুটিয়ার স্কুল নামে একটি বিদ্যালয় স্থাপন করেন।তখন বিনা বেতনে সকল ছাত্র ছাত্রী পড়াশুনা করত।১৯৫৬খ্রীঃ মেম্বার মোঃ হযরত আলী ও মাষ্টার গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য ব্যাক্তি বর্গের সহযোগিতায় অত্র বিদ্যালয়টি কুকরাদী গ্রামে শচিন্দ্র মোহন বিশ্বাস এর বাগান বাড়ীতে পুনঃ প্রতিষ্ঠা করা হয়। এখানেই বিদ্যালয়টির কার্যক্রম গ্রামবাসীর সহায়তায় চলতে থাকে।১৯৭৩খ্রীঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় গুলি সরকারী করন করেন। সেই সুবাদে কুকরাদী প্রাথমিক বিদ্যালয়টি কুকরাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় রূপে আত্ম প্রকাশ করে।
প্রতিষ্ঠানের ইতিহাস :কুকরাদী গ্রামের বিদ্যুৎসাহী ব্যাক্তি বাবু শ্রীনিবাস রায় এবং বাবু রামজয় কপালি আরো অনেকের উদ্দোগে পাঁচগাও গ্রামের দক্ষিন প্রান্তে পুটিয়ার স্কুল নামে একটি বিদ্যালয় স্থাপন করেন।তখন বিনা বেতনে সকল ছাত্র ছাত্রী পড়াশুনা করত।১৯৫৬খ্রীঃ মেম্বার মোঃ হযরত আলী ও মাষ্টার গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য ব্যাক্তি বর্গের সহযোগিতায় অত্র বিদ্যালয়টি কুকরাদী গ্রামে শচিন্দ্র মোহন বিশ্বাস এর বাগান বাড়ীতে পুনঃ প্রতিষ্ঠা করা হয়। এখানেই বিদ্যালয়টির কার্যক্রম গ্রামবাসীর সহায়তায় চলতে থাকে।১৯৭৩খ্রীঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় গুলি সরকারী করন করেন। সেই সুবাদে কুকরাদী প্রাথমিক বিদ্যালয়টি কুকরাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় রূপে আত্ম প্রকাশ ক্রে।পদ্মা নদীর ভাংগনের ফলে ২০০৭ সনে বিদ্যালইয় ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায়।বর্তমান সভাপতি হাজী এনামুল কাদের রুস্তম সাহেবের বাড়ীতে অদ্যাবদি বিদ্যালয়ের কার্য্যক্রম চলছে। অন্যত্র বিদ্যালয়টি প্রতিস্থাপনের জন্য সভাপতি মহোদয় জমি ক্রয় করে মাটি ভরাটের কাজ সমাপ্ত করেন।২০১৩ সনের ডিসেম্বর মধ্যে নতুন স্থানে বিদ্যালয়টি প্রতিস্থাপনকরা হবে।
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ
ক্রমিক | নাম | ঠিকানা | ক্যাটাগরি | কমিটিতে পদবী |
০১ | জনাব হাজী এনামূল কাদের রুস্তম | কুকরাদী | দাতা | সভাপতি |
০২ | জনাব আনোয়ারুল কবীর | কুকরাদী | বিদ্যুৎসাহী | সহ-সভাপতি |
০৩ | মিসেস নুরুন নাহার | কুকরাদী | বিদ্যুৎসাহী | সদস্য |
০৪ | জনাব মোহাম্মদ আলী শেখ | কুকরাদী | ওয়ার্ড মেম্বার | সদস্য |
০৫ | বাবু সঞ্জিত কুমার দাস | পাঁচগাও | মাধ্যঃ বিঃ সদস্য | সদস্য |
০৬ | জনাব চুন্নু মাদবর | চিত্রকড়া | অভিভাবক সদস্য | সদস্য |
০৭ | হাজী নূর মোহাম্মদ ছৈয়াল | পাঁচগাও | অভিভাবক সদস্য | সদস্য |
০৮ | মিসেস হাচিনা বেগম | পাঁচগাও | অভিভাবক সদস্য | সদস্য |
০৯ | আরতি রানী সরকার | পাঁচগাও | অভিভাবক সদস্য | সদস্য |
১০ | জনাব খোরশেদ আলম | চিত্রকড়া | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
১১ | ঝর্না রানী সরকার | পাঁচগাও | পদাধিকার বলে | সদস্য সচিব |
বিগত পাঁচ বছরের সমাপনী পরীক্ষার ফলাফলঃ
সন | ভর্তিকৃত | ডি.আর.ভূক্ত | অংশগ্রহন কারী | পাশের সংখ্যা | পাশের হার | বৃত্তি প্রাপ্ত | ||||||
| মোট | বালিকা | মোট | বালিকা | মোট | বালিকা | মোট | বালিকা | মোট | বালিকা | সাধারন | ট্যালেন্ট |
২০০৮ | ২২ | ১১ | ২২ | ১১ | ২২ | ১১ | ২২ | ১১ | শতভাগ | শতভাগ | ৪ | _ |
২০০৯ | ২০ | ১০ | ২০ | ১০ | ২০ | ১০ | ২০ | ১০ | শতভাগ | শতভাগ | _ | ২ |
২০১০ | ২৯ | ১৭ | ২৯ | ১৭ | ২৯ | ১৭ | ২৯ | ১৭ | শতভাগ | শতভাগ | ৩ | ১ |
২০১১ | ২৫ | ১১ | ২৫ | ১১ | ২৫ | ১১ | ২৫ | ১১ | শতভাগ | শতভাগ | ১ |
|
২০১২ | ৪১ | ১৯ | ৪১ | ১৯ | ৪১ | ১৯ | ৪১ | ১৯ | শতভাগ | শতভাগ | ১ | _ |
পাশের হার (সর্ব শেষ সমাপনী পরীক্ষা-২০১২)
ভর্তিকৃতি | ডি,আর,ভূক্ত | অংশ গ্রহনকারী | পাশের সংখ্যা | পাশের হার | বৃত্তি প্রাপ্ত সংখ্যা |
| |||||||||||||
|
|
|
|
|
|
| |||||||||||||
|
|
|
|
|
|
|
অর্জনঃ ২০০৩ সাল থেকে ২০১২ সন পর্যন্ত আমাদের বিদ্যালয়টি শতভাগ পাশ সহ ৩/৪ টি করে বৃত্তি লাভ করে।উল্লেখ্য যে,২০০৪ সনে ৭ জন ছাত্র/ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে ৬ জন ছাত্র/ছাত্রী বৃত্তি লাভ করে এর মধ্যে ৪ জন ট্যালেন্টপুল ও ২ জন সাধারন বৃত্তি লাভ করে।জেলায় প্রথম স্থান অধিকার করে সুনাম অর্জন করে।২০০৭ সনে উপজেলায় অত্র বিদ্যালয় এর S.M.C. শ্রেষ্ঠত্ব লাভ করেন।২০০৯ সনে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সন্মান অর্জন করেন।
শতভাগ শিক্ষার্থী A+সহ Aগ্রেডে উত্তীর্ন করার প্রচেষ্ঠা করা হবে ।
যোগাযোগঃ গ্রামঃ পাঁচগাও, উপজেলাঃ টংগীবাড়ী, জেলাঃ মুন্সীগঞ্জ।
১। দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান-এজিএম সোনালী ব্যাংক
২। রনজিত রায়-রবীন্দ্র সংগীতের নিয়মিত শিল্পী। বাংলাদেশ বেতার ও টেলিভিশন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস