বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে ০৪ (চার) জন শিক্ষক ও ২২৫ জন ছাত্রছাত্রী আছে। এটি আধাপাকা টিসনেট ভবন। যাতে ৪টি কক্ষ আছে।
বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি খান পরিবারের নুরুল ইসলাম খান (অতিরিক্ত সচিব, শিক্ষা ও সাস্কৃতিক) তার মাতামহের নাম অনুসারে বিদ্যালয়টির নাম রাখা হয় ''যুবায়দা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়"। তৎকালিন সময়ে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আব্দুল বারী খান।
| ||||||||||||||||||||||||||||||||||||||
| A+ | A | A- | B | C |
২০১০ |
| 04 | 05 | 05 |
|
২০১১ | 01 | 06 | 01 | 03 |
|
২০১২ | 02 | 03 | 03 | 01 | 08 |
২০১৩ | 06 | 08 | 05 | 01 | 02 |
২০১৪ | 05 | 13 | 03 |
|
|
২০১১ সালে একটি সাধারন সরকারী বৃত্তিসহ ২০১২,২০১৩,২০১৪ সালে বিভিন্ন বেসরকারী বৃত্তি পেয়েছি।
এ বিদ্যালয় থেকে বিভিন্ন সময় ছাত্রছাত্রী উর্ত্তীণ হযেছে। বিভিন্ন স্থানে কর্মরত রয়েছে। বিদ্যালয় কার্যক্রম সন্তোষজনক।
বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এবং একটি পাকা ভবন তৈরী করা হলে এর কার্যক্রম ও ফলাফল আরো সন্তোষজনক হবে বলে আশা করা যায়।
মৌসুমী আক্তার
প্রধান শিক্ষক
01719116181
অত্র বিদ্যালয়ে প্র্রাথমিক শিক্ষা সমাপনি শেষ করে বিভিন্ন কর্মে লিপ্ত রয়েছেন। তারা হচ্ছেনঃ
১। মিতু আক্তার, প্রবাসী ডাক্তার।
২। মাসুদ রানা, আমেরিকা প্রবাসী।
৩। ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন (শিপন)।
৪। পারভীন আক্তার, বিমানবালা)।
৫।এড আতাউর রহমান হিরু, (এডভোকেট)।
৬। এড মোঃ ফিরোজ খান, (এডভোকেট)।
৭। আবীর হাসান, (ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত)
-----------------------------------------------
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস