বিদ্যালয় টি অত্র এলাকার শিক্ষার মান উন্নয়নে লক্ষে বর্তমান স্থানে ১৯৬৬ সালে স্থাপিত হয়। এবং স্বাধীনতা উত্তর ১৯৭৩ সালে সরকারী করন করা হয়।স্বর্নগ্রাম আর, এন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মৌলভী আব্দুর রহিম খান সাহেব উচ্চ বিদ্যালয় থেকে জমি দান করেন যাহা বর্তমানে স্বর্নগ্রাম আর, এন উচ্চবিদ্যালয়েল দিক্ষন পার্শে অবস্থিত।
বিদ্যালয় থেকে এযাবৎ অনেক প্রক্তন ছাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও বিভিন্ন পেশায় সুনাম অর্জন করেছেন।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মোঃ আনোয়ার হোসেন ঢালী | সভাপতি |
২ | রাশেদা বেগম | সহসভাপতি |
৩ | মোঃ আব্দুল হাই | সদস্য |
৪ | মুহঃ গোলাম মোস্তফা | সদস্য |
৫ | আজিম কাউসারী | সদস্য |
৬ | আক্তার হোসেন মোল্লা | সদস্য |
৭ | মোঃ নুরুল আমিন খান | সদস্য |
৮ | শানোয়ারা বেগম | সদস্য |
৯ | মায়া সুলতানা বেগম | সদস্য |
১০ | মোঃ আবুল কালাম আজাদ | সদস্য |
১১ | কাজী জান্নাতুল ফেরদৌস | সদস্য সচিব |
ক্রমিক নং | বিগত বছর | পরিক্ষার ফলাফল |
১ | ২০০৮ | উর্ত্তীনের হার ১০০% |
২ | ২০০৯ | উর্ত্তীনের হার ১০০% |
৩ | ২০১০ | উর্ত্তীনের হার ১০০% |
৪ | ২০১১ | উর্ত্তীনের হার ১০০% |
৫ | ২০১২ | উর্ত্তীনের হার ১০০% |
বিদ্যালয়টি ধারাবাহিক ভাবে টেলেন্টপুলে ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে আসছে। ২০০৭ সালে অত্রবিদ্যালয় থেকে কাব শিশুর সবোর্চ্চ অ্যাওয়ার্ড শাপলা কাব মানানীয় প্রধান মন্ত্রী কর্তৃক প্রাপ্ত বুশরা বিনতে আজাদ। ২০১১সালে জাতীয় পর্যায়ে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় কর্তৃক শ্রেষ্ঠকাব শিক্ষক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ আবুল কালাম আজদ পুরুস্কার সদন ও অর্থ গ্রহন করেন।২০১৩ সালে বঙ্গমাতা ফজিলতুন্নেছা মজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অত্র উপজেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ভবিষ্যৎ পরিকল্পনা
বিদ্যালয় টিকে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা। এবং ১০০% এ+ নিশ্চিত করা।
প্রধান শিক্ষক- কাজী জান্নাতুল ফেরদৌস মোবাইল নং ০১৮১৬৪০১৮২৮
মেধাবী ছাত্র ছাত্রী
জহিদ হাসান
আমেনা আক্তার
বুশরা বিনতে আজাদ
কাজী নিশিতা
জুবায়ের আহম্মেদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস