নিতিরা ফজুশাহ্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি মুন্সীগঞ্জ জেলাধীন টঙ্গীবাড়ী থানায় আড়িয়ল বালিগাঁও ইউনিয়নের নিতিরা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে ৯১ শতাংশ জমির উপর। বিদ্যালয়টি পাঠদান অনুমতি পায় ২০১৩ সালে। এটি একটি দ্বিতল পাকা ভবন। ভবনটি উত্তর দক্ষিণ বরাবর পশ্চিম মুখী।
নিতিরা ফজুশাহ্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি মুন্সীগঞ্জ জেলাধীন টঙ্গীবাড়ী থানায় আড়িয়ল বালিগাঁও ইউনিয়নের নিতিরা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে ৯১ শতাংশ জমির উপর। বিদ্যালয়টি পাঠদান অনুমতি পায় ২০১৩ সালে। এটি একটি দ্বিতল পাকা ভবন। ভবনটি উত্তর দক্ষিণ বরাবর পশ্চিম মুখী। |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মোঃ জহুরুল হক | প্রতিষ্ঠাতা সদস্য, সভাপতি |
০২ | গৌতম চন্দ্র মৃধা | দাতা সদস্য |
০৩ | মোঃ সিদ্দিক মোল্লা | অভিভাবক সদস্য |
০৪ | মোঃ হান্নান শেখ | অভিভাবক সদস্য |
০৫ | মোঃ রফিকুল ইসলাম | সদস্য সচিব, প্র: শিক্ষক |
অষ্টম শ্রেনী স্বীকৃতি দানের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খোলার পরিকল্পনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস