বিদ্যালয়টি প্রায়শত বছরের ঐতিহ্যবাহী বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টি নদী ভাংগনে হুমকির সম্মুখীন।
বড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। ইহা টংগীবাড়ী উপজেলাধীন বড়াইল গ্রামে অবস্থিত। বর্তমানে ইহার দুইটি ভবন রয়েছে। একটি পাকা অন্যটি আধাপাকা। বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয় করন করা হয়। বর্তমানে বিদ্যালয়টি পদ্মা নদী ভাঙ্গনের হুমকির সম্মুখীন।
শ্রেনী | ছাত্রের সংখ্যা | ছাত্রীর সংখ্যা | মোট |
শিশু | ১২ | ১৪ | ২৬ |
১ম | ১৭ | ২২ | ৩৯ |
২য় | ১৮ | ২৬ | ৪৪ |
৩য় | ১৯ | ১৯ | ৩৬ |
৪র্থ | ২১ | ২২ | ৪৩ |
৫ম | ২২ | ১৮ | ৫৩ |
ক্রমিক নং | বিগত বছর | পরিক্ষার ফলাফল |
১ | ২০০৮ | উর্ত্তীনের হার ১০০% |
২ | ২০০৯ | উর্ত্তীনের হার ১০০% |
৩ | ২০১০ | উর্ত্তীনের হার ১০০% |
৪ | ২০১১ | উর্ত্তীনের হার ১০০% |
৫ | ২০১২ | উর্ত্তীনের হার ১০০% |
বিদ্যালয় এলাকার শতভাগ স্কুলগমনোপযোগী শিশু ভর্তি, সমাপনী পরিক্ষায় ১০০% পাশ। ২০০৮ সালে সাধারন বৃত্তি১টি, ২০১০সালে ০১টি, ২০১২ সালে ০২টি।
ভবিষ্যৎ পরিকল্পনা
বিদ্যালয় টিকে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা। সমাপনী পরিক্ষায় ১০০% A+ পাওয়া
প্রধান শিক্ষক- সুশীল কুমার মন্ডল মোবাইল নং 01716193268
মেধাবী ছাত্র ছাত্রী
ফাহিমা আক্তার
ওমর ফারুক
আয়েশা আক্তার
ইলমা আক্তার
লামিয়া আক্তার
স্বর্না আক্তার
ছাদিয়া আক্তার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস