বেতকা ইউনিয়নের ১নং ওয়ার্ডে উত্তর রায়পুর গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। বর্তমানে এ বিদ্যালয়ে ১৮০ জন ছাত্রছাত্রী এবং ৪ জন শিক্ষক আছেন।
১৯৭০ সাল হতে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর এ বিদ্যালয়টি যথেষ্ট সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | এ.কে.এম হুমায়ূন কবির | সভাপতি |
০২ | মোঃ আতাউর রহমান | সহ-সভাপতি |
০৩ | নাজমা বেগম | সদস্য |
০৪ | রিনা বেগম | সদস্য |
০৫ | মোঃ জাবেদ হোসেন | সদস্য |
০৬ | মোঃ বাশার খান | সদস্য |
০৭ | মোঃ হাবিবুল্লা বেপারী | সদস্য |
০৮ | মোঃ গোলাম হোসেন | সদস্য |
০৯ | আসমা আক্তার | সদস্য সচিব (প্রধান শিক্ষক) |
---------------
-------------------
প্রাক প্রাথমিব পরীক্ষায় শতভাগ কৃতকার্র্য।
পড়ালেখা ও বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যাবলী দ্বারা বিদ্যালয়টিকে একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
প্রধান শিক্ষক
01731305095
1| রাশেদ খান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস