সিটিজেন চার্টার
| কার্যক্রমের বিবরণ | কর্ম পরিধি | মাঠ পর্যায়ে কাজের সময় সূচী | মন্তব্য |
১। | নমুনা দাগগুচ্ছ জরিপঃ-সরেজমিনে তদন্ত করা ফসল উৎপাদন এর তথ্য তফসিল-১ পুরন করা হয় । | নমুনা দাগগুচ্ছ ২১ টি | বছরে ৪ বার |
|
২। | কৃষি মজুরি তথ্য সংগ্রহঃ- কৃষি কাজে কৃষকদের মজুরীর হার নির্ণয় । | কমপক্ষে দশজন কৃষকের সাক্ষাৎকারের ভিত্তিতে কৃষি মজুরীর হার নির্ণয় । | প্রতি মাসের ২০-৩০ তারিখের মধ্যে |
|
৩। | সেম্পল ভাইটাল রেজিস্ট্রেশন জরিপঃ- এই জরিপের মাধ্যমে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, আগমন ও বহির্গমনের তথ্য সংগ্রহ করা হয় । | নির্বাচিত ১টি গ্রামের ১টি নমুনা এলাকা। | প্রতি মাসের ১-৭ তারিখের মধ্যে |
|
৪। | প্রধান প্রধান ফসল কর্তনঃ-আউশ, আমন, বর, পাট ও আলু ফসল পরীক্ষামূলক কর্তন করে উৎপাদন তথ্য নির্ণয় করা হয় । | প্রতিটি প্রধান ফসলের ১০টি পরীক্ষামূলক কর্তন।
| মৌসুম ভিত্তিক |
|
৫। | আদমশুমারি/১১:-আদমশুমারি/১১ সম্পন্ন করার লক্ষে ইউনিয়ন পর্যায়ে গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান করে মাঠ পর্যায়ে মূল শুমারি পরিচালনা করা হয়। | প্রতিটি উপাজেলার ইউনিয়ন এর অন্তর্গত প্রতিটি মৌজা ও গ্রাম । | প্রশিক্ষণঃ- ৫/৩/১১ হতে ১৩/৩/১১ পর্যন্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহঃ- ১৫/৩/১১ হতে ১৯/৩/১১ পর্যন্ত | ১০০% সম্পন্ন |
৬। | অপ্রধান ফসলের আনুমানিক হিসাব তথ্য সংগ্রহঃ বিভিন্ন প্রকার ফসলের অধীন জমির আয়তন ও উৎপাদন এর আনুমানিক হিসাব নির্ণয় করা হয়। | ১২২টি অপ্রধান ফসলের ইউনিয়ন ভিত্তিক আনুমানিক হিসাব সংগ্রহ । | মৌসুম ভিত্তিক |
|
উপজেলা পরিসংখ্যান অফিস
টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস