Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা মৎস্য অফিস
বিস্তারিত

উপজেলা মৎস্য অফিস

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

সেবাঃ স্মরণীঃ- ০১- প্রশিক্ষন দেয়া হয়।

                   স্মরণীঃ- ০২- মাছ চাষের পরামর্শ বা কারিগরী সহায়তা প্রদান।

                   স্মরণীঃ- ০৩- ক্ষুদ্র ঋণ প্রদান।

                   স্মরণীঃ- ০৪- ব্যাংক ঋণ পাওয়ার ব্যাপারে সহযোগীতা প্রদান।

                   স্মরণীঃ- ০৫- মাছ চাষের ব্যাপারে বিভিন্ন তথ্য সরবরাহ।

                   স্মরণীঃ- ০৬- চাষীর পুকুর পরিদর্শন করা হয়।

                   স্মরণীঃ- ০৭- প্রকল্পের ফল প্রদর্শক মৎস্য চাষীদেরকে পোনামাছ, সার, সম্পুরক খাদ্য

                                        প্রদান।

                   স্মরণীঃ- ০৮- দূর্যোগ বা বন্যায় ব্যপক ক্ষতি হলে বা পুকুরের মাছ ভেসে গেলে মাছের

                                        পোনা বিনা মূল্যে প্রদান। (সরকারী বরাদ্দ পাওয়া সাপেক্ষে)।

                   স্মরণীঃ- ০৯- প্লাবন ভূমিতে সমাজ ভিত্তিক মাছ চাষের ক্ষেত্রে এলাকার যুব সমাজকে

                                        সংগঠিত করা ও অন্যান্য সমস্যায় সহযোগিতা করা।

                   স্মরণীঃ- ১০- সফল মৎস্য চাষীদেরকে পুরস্কৃত করা।

                   স্মরণীঃ- ১১- জাটকা মাছ ধরা থেকে বিরত থাকা মৎস্যজীবিদেরকে ১লা নভেম্বর থেকে                         ৩১ মে পর্যন্ত বিকল্প কর্মসংস্থান ও ফেব্রেুয়ারী থেকে মে পর্যন্ত খাদ্য

                                       সহায়তা প্রদান (ভিজিএফ)।

                   স্মরণীঃ- ১২- ফরমালিনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং ফরমালিন যুক্ত মাছ

                                        খাওয়া থেকে বিরত থাকার জন্য সচেতনতা সভা করা ও পরামর্শ প্রদান।

                   স্মরণীঃ- ১৩- রাষ্ট্রীয় আপদকালীন সময়ে জনগণের পাশে থেকে রিলিফসহ বিভিন্ন কাজে

                                        সহযোগীতা।

সিটিজেন চার্টার

ক্রঃ নং

সেবা দানের বিষয়

যার কাছে সেবা

পাওয়া যাবে

সেবা গ্রহিতা

সেবা গ্রহণের সময়

০১

মাছ চাষ বিষয়

প্রশিক্ষণ

উপজেলা মৎস্য কর্মকর্তা

সহকারী মৎস্য কর্মকর্তা

উপজেলার মৎস্য

চাষী/বেকার যুবক

অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে/ চাষীরা নিজে গ্রুপ গঠন করে স্বউদ্যোগে প্রশিক্ষণ নেবেন। যে কোন সময়।

০২

মাছ চাষ সম্পর্কিত যাবতীয় পরামর্শ

উপজেলা মৎস্য কর্মকর্তা

সহকারী মৎস্য কর্মকর্তা

ক্ষেত্র সহকারী

লিফদের থেকে

উপজেলার সকল মৎস্য চাষী

যে কোন সময়ে মাঠ/পুকুর পরিদর্শনের সময় বা অফিসে এসে চাষী পরামর্শ নিতে পারবেন।

০৩

ক্ষুদ্র ঋণপ্রদান

উপজেলা মৎস্য দপ্তর

টঙ্গীবাড়ী

মৎস্য চাষী

আবেদনের সময় প্রতি বছর জানুয়ারী মাসে।

০৪

ব্যাংক ঋণ পাওয়ার ব্যাপারে সহযোগীতা

উপজেলা মৎস্য দপ্তর

টঙ্গীবাড়ী

মৎস্য চাষী

ব্যাংক ম্যানেজার বরাবরে দরখাস্ত করে মৎস্য কর্মকর্তার সুপারিশ নেবেন। যে কোন সময়।

০৫

মাছ চাষ ও পোনা মাছ পাওয়ার

ব্যাপারে তথ্য

সরবরাহ।

উপজেলা মৎস্য দপ্তর

টঙ্গীবাড়ী

মৎস্য চাষী

সব সময়।

০৬

পুকুর পরিদর্শন

পূর্বক পরামর্শ

উপজেলা মৎস্য কর্মকর্তা

সহকারী মৎস্য কর্মকর্তা

ক্ষেত্র সহকারী

মৎস্য চাষী

ছুটির দিন ছাড়া সবসময়

০৭

মাছ চাষে অনুদান

প্রদান। (প্রকল্পের)

উপজেলা মৎস্য দপ্তর

টঙ্গীবাড়ী

ইউনিয়ন পর্যায়

মৎস্য চাষ

সম্প্রসারক প্রকল্পের RD

প্রকল্পের অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে।

 

 

চলমান পাতা-৩

 

পাতা নং-৩

 

ক্রঃ নং

সেবা দানের বিষয়

যার কাছে সেবা

পাওয়া যাবে

সেবা গ্রহিতা

সেবা গ্রহণের সময়

০৮

দুর্যোগ বা বন্যায় মাছ ভেসে গেলে

উপজেলা মৎস্য দপ্তর

টঙ্গীবাড়ী

মৎস্য চাষী

বিশেষ বরাদ্দ পাওয়া সাপেক্ষে

০৯

সমাজ ভিত্তিক মাছ চাষ গ্রুপ গঠন ও উদ্বুদ্ধ করণ

উপজেলা মৎস্য কর্মকর্তা

সহকারী মৎস্য কর্মকর্তা

ক্ষেত্র সহকারী

আগ্রহী মৎস্য চাষ ও বেকার যুবক

অর্থ বরাদ্দ সাপেক্ষে/বেকার যুবক, জমির মালিক সংগঠিত হলে জুন-জুলাই মাসে।

১০

সফল মৎস্য

চাষীদেরকে পুরস্কার

উপজেলা মৎস্য দপ্তর

টঙ্গীবাড়ী

সফল মৎস্য চাষী

প্রতি বছর মৎস্য সপ্তাহ উপলক্ষে

১১

জাটকা মৎস্য

জীবিদেরকে খন্ডকালীন পুনর্বাসন

ও খাদ্য সহায়তা

দান।

উপজেলা মৎস্য দপ্তর

ও ইউনিয়ন পরিষদ

জাটকা আহরন

থেকে বিরত থাকা

মৎস্যজীবি

প্রতি বছর ফেব্রুয়ারী-মে মাস পর্যন্ত।

১২

মাছে ফরমালিন

পরীক্ষা ফরমালিনের

ক্ষতির দিক সম্পর্কে

গণ সচেতনতা সৃষ্টি

উপজেলা মৎস্য দপ্তর

টঙ্গীবাড়ী

উপজেলার জনগণ

সারা বছর।

১৩

রাষ্ট্রীয় আপদকালীন

সময়ে জনগণের

পাশে থেকে

সহযোগীতা

উপজেলা মৎস্য দপ্তর

টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ

উপজেলার জনগণ

বন্যা, ঝড় বা আপদকালীন সময়ে।

label.column.field_projects

(ক) মৎস্য খাতে ক্ষুদ্রঋণ কর্মসূচী।

      (খ) ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প।

      (গ) জাটকা সংরক্ষন কর্মসূচী।

      (ঘ) ফরমালিন কর্মসূচী।

      (ঙ) জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র  প্রদান প্রকল্প।

যোগাযোগ

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,

  টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ।

টেলিফোন নং-৭৬১৮২৪৬