উপজেলা মৎস্য অফিস
সেবাঃ স্মরণীঃ- ০১- প্রশিক্ষন দেয়া হয়।
স্মরণীঃ- ০২- মাছ চাষের পরামর্শ বা কারিগরী সহায়তা প্রদান।
স্মরণীঃ- ০৩- ক্ষুদ্র ঋণ প্রদান।
স্মরণীঃ- ০৪- ব্যাংক ঋণ পাওয়ার ব্যাপারে সহযোগীতা প্রদান।
স্মরণীঃ- ০৫- মাছ চাষের ব্যাপারে বিভিন্ন তথ্য সরবরাহ।
স্মরণীঃ- ০৬- চাষীর পুকুর পরিদর্শন করা হয়।
স্মরণীঃ- ০৭- প্রকল্পের ফল প্রদর্শক মৎস্য চাষীদেরকে পোনামাছ, সার, সম্পুরক খাদ্য
প্রদান।
স্মরণীঃ- ০৮- দূর্যোগ বা বন্যায় ব্যপক ক্ষতি হলে বা পুকুরের মাছ ভেসে গেলে মাছের
পোনা বিনা মূল্যে প্রদান। (সরকারী বরাদ্দ পাওয়া সাপেক্ষে)।
স্মরণীঃ- ০৯- প্লাবন ভূমিতে সমাজ ভিত্তিক মাছ চাষের ক্ষেত্রে এলাকার যুব সমাজকে
সংগঠিত করা ও অন্যান্য সমস্যায় সহযোগিতা করা।
স্মরণীঃ- ১০- সফল মৎস্য চাষীদেরকে পুরস্কৃত করা।
স্মরণীঃ- ১১- জাটকা মাছ ধরা থেকে বিরত থাকা মৎস্যজীবিদেরকে ১লা নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত বিকল্প কর্মসংস্থান ও ফেব্রেুয়ারী থেকে মে পর্যন্ত খাদ্য
সহায়তা প্রদান (ভিজিএফ)।
স্মরণীঃ- ১২- ফরমালিনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং ফরমালিন যুক্ত মাছ
খাওয়া থেকে বিরত থাকার জন্য সচেতনতা সভা করা ও পরামর্শ প্রদান।
স্মরণীঃ- ১৩- রাষ্ট্রীয় আপদকালীন সময়ে জনগণের পাশে থেকে রিলিফসহ বিভিন্ন কাজে
সহযোগীতা।
ক্রঃ নং | সেবা দানের বিষয় | যার কাছে সেবা পাওয়া যাবে | সেবা গ্রহিতা | সেবা গ্রহণের সময় |
০১ | মাছ চাষ বিষয় প্রশিক্ষণ | উপজেলা মৎস্য কর্মকর্তা সহকারী মৎস্য কর্মকর্তা | উপজেলার মৎস্য চাষী/বেকার যুবক | অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে/ চাষীরা নিজে গ্রুপ গঠন করে স্বউদ্যোগে প্রশিক্ষণ নেবেন। যে কোন সময়। |
০২ | মাছ চাষ সম্পর্কিত যাবতীয় পরামর্শ | উপজেলা মৎস্য কর্মকর্তা সহকারী মৎস্য কর্মকর্তা ক্ষেত্র সহকারী লিফদের থেকে | উপজেলার সকল মৎস্য চাষী | যে কোন সময়ে মাঠ/পুকুর পরিদর্শনের সময় বা অফিসে এসে চাষী পরামর্শ নিতে পারবেন। |
০৩ | ক্ষুদ্র ঋণপ্রদান | উপজেলা মৎস্য দপ্তর টঙ্গীবাড়ী | মৎস্য চাষী | আবেদনের সময় প্রতি বছর জানুয়ারী মাসে। |
০৪ | ব্যাংক ঋণ পাওয়ার ব্যাপারে সহযোগীতা | উপজেলা মৎস্য দপ্তর টঙ্গীবাড়ী | মৎস্য চাষী | ব্যাংক ম্যানেজার বরাবরে দরখাস্ত করে মৎস্য কর্মকর্তার সুপারিশ নেবেন। যে কোন সময়। |
০৫ | মাছ চাষ ও পোনা মাছ পাওয়ার ব্যাপারে তথ্য সরবরাহ। | উপজেলা মৎস্য দপ্তর টঙ্গীবাড়ী | মৎস্য চাষী | সব সময়। |
০৬ | পুকুর পরিদর্শন পূর্বক পরামর্শ | উপজেলা মৎস্য কর্মকর্তা সহকারী মৎস্য কর্মকর্তা ক্ষেত্র সহকারী | মৎস্য চাষী | ছুটির দিন ছাড়া সবসময় |
০৭ | মাছ চাষে অনুদান প্রদান। (প্রকল্পের) | উপজেলা মৎস্য দপ্তর টঙ্গীবাড়ী | ইউনিয়ন পর্যায় মৎস্য চাষ সম্প্রসারক প্রকল্পের RD | প্রকল্পের অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে। |
চলমান পাতা-৩
পাতা নং-৩
ক্রঃ নং | সেবা দানের বিষয় | যার কাছে সেবা পাওয়া যাবে | সেবা গ্রহিতা | সেবা গ্রহণের সময় |
০৮ | দুর্যোগ বা বন্যায় মাছ ভেসে গেলে | উপজেলা মৎস্য দপ্তর টঙ্গীবাড়ী | মৎস্য চাষী | বিশেষ বরাদ্দ পাওয়া সাপেক্ষে |
০৯ | সমাজ ভিত্তিক মাছ চাষ গ্রুপ গঠন ও উদ্বুদ্ধ করণ | উপজেলা মৎস্য কর্মকর্তা সহকারী মৎস্য কর্মকর্তা ক্ষেত্র সহকারী | আগ্রহী মৎস্য চাষ ও বেকার যুবক | অর্থ বরাদ্দ সাপেক্ষে/বেকার যুবক, জমির মালিক সংগঠিত হলে জুন-জুলাই মাসে। |
১০ | সফল মৎস্য চাষীদেরকে পুরস্কার | উপজেলা মৎস্য দপ্তর টঙ্গীবাড়ী | সফল মৎস্য চাষী | প্রতি বছর মৎস্য সপ্তাহ উপলক্ষে |
১১ | জাটকা মৎস্য জীবিদেরকে খন্ডকালীন পুনর্বাসন ও খাদ্য সহায়তা দান। | উপজেলা মৎস্য দপ্তর ও ইউনিয়ন পরিষদ | জাটকা আহরন থেকে বিরত থাকা মৎস্যজীবি | প্রতি বছর ফেব্রুয়ারী-মে মাস পর্যন্ত। |
১২ | মাছে ফরমালিন পরীক্ষা ফরমালিনের ক্ষতির দিক সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টি | উপজেলা মৎস্য দপ্তর টঙ্গীবাড়ী | উপজেলার জনগণ | সারা বছর। |
১৩ | রাষ্ট্রীয় আপদকালীন সময়ে জনগণের পাশে থেকে সহযোগীতা | উপজেলা মৎস্য দপ্তর টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ | উপজেলার জনগণ | বন্যা, ঝড় বা আপদকালীন সময়ে। |
(ক) মৎস্য খাতে ক্ষুদ্রঋণ কর্মসূচী।
(খ) ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প।
(গ) জাটকা সংরক্ষন কর্মসূচী।
(ঘ) ফরমালিন কর্মসূচী।
(ঙ) জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,
টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ।
টেলিফোন নং-৭৬১৮২৪৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস