"মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ক কর্মশালা" প্রধান অতিথি টংগিবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব তাজিনা সারোয়ার।অনুষ্ঠানের উদ্দেশ্য হলোঃ মাটিতে ইউরিয়া,টিএসপি,সালফার,দস্তা প্রভৃতি সার জমিতে পুষ্টি উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এই পুষ্টি সার জমিতে ভালো ফসল উৎপাদনের জন্য খুবই দরকারী।কৃষক ভাইয়েরা আলু বা ধান উৎপাদনের জন্য প্রথমে মাটি পরীক্ষা করে মাটিতে প্রতিটি পুষ্টি উপাদানের পরিমান জানা যায়।SRDJ বাংলাদেশের মাধ্যমে মাটি পরীক্ষা করে সারের অবস্থা জেনে সার সুপারিশ অনুযায়ী ইউরিয়া ,টিএসপি,পটাশ প্রভৃতি সার ব্যবহার করলে আলু,সবজি ও ধান ভালো উৎপাদন হবে। ভালো ফলনে টংগিবাড়ী উপজেলার কৃষি উৎপাদন বাড়বে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস