বেতকা ব্রীজ বেতকা বালু চড় এবং ঢাকার সাথে কম সময়ে যাতায়াতের জন্য একটি অন্যতম রাস্তা। দ্বীর্ঘ এই রাস্তার দু পাশে রয়েছে ফসলের ক্ষেত, সবুজে বেষ্টিত মনোরম পরিবেশ। পাশেই বাশঁ বাজার হাজারো বাশের সমাহার, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ব্যবসায়ী বাশ-বেচা কেনা করে থাকেন। প্রায় সারা বছরই চলে এ বাজার। আরু চাষের সময় সবুজে সবুজে ভরে থাকে কৃষকের হাসি ফুটানো আলুর গাছ্ দেখতে অনেক সুন্দর, বেতকা ব্রীজে ভোর এবং বিকেলে পায়ে হেটে মনোরম দৃশ্য উপভোগ করা যায়। বেতকা ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত। এই মনোরম দর্শনীয় স্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস