Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ধলেশ্বরী নদীর উপর বেতকা ব্রীজ
Location
বেতকা ইউনিয়ন, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ।
Transportation
টংগিবাড়ী উপজেলার কাজী মার্কেটের নীচ হতে অটো রিক্সা ও বাসে যাওয়া যায়। ভাড়া ৫ ও ১০ টাকা। ঢাকা থেকে আসতে গুলিস্তান মাজার থেকে এস.এস ও ডি.এম পরিবহনে চড়ে বেতকা চৌরাস্তাতে নেমে পায়ে হেটে অথবা রিক্সায় চড়ে আসা যায়।
Details

বেতকা ব্রীজ বেতকা বালু চড় এবং ঢাকার সাথে কম সময়ে যাতায়াতের জন্য একটি অন্যতম রাস্তা। দ্বীর্ঘ এই রাস্তার দু পাশে রয়েছে ফসলের ক্ষেত, সবুজে বেষ্টিত মনোরম পরিবেশ। পাশেই বাশঁ বাজার হাজারো বাশের সমাহার, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ব্যবসায়ী বাশ-বেচা কেনা করে থাকেন। প্রায় সারা বছরই চলে এ বাজার। আরু চাষের সময় সবুজে সবুজে ভরে থাকে কৃষকের হাসি ফুটানো আলুর গাছ্ দেখতে অনেক সুন্দর, বেতকা ব্রীজে ভোর এবং বিকেলে পায়ে হেটে মনোরম দৃশ্য উপভোগ করা যায়। বেতকা ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত। এই মনোরম দর্শনীয় স্থান।